ŷ

Jump to ratings and reviews
Rate this book

গয়নার বাক্�

Rate this book
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই দুর্দান্� উপন্যা� কোনওক্রমেই ভুতুড়� কাহিনী নয়। প্ৰায় রূপকের ব্যঞ্জনা নিয়েই যে এসেছ� এই গয়নার বাক্সে� ঘটনাটা, তা ধর� পড়ে দারু� কৌতুহলকর � গভী� তাৎপর্যময় এই উপন্যাসে� একেবার� শে� পঙক্তিতে পৌছে গিয়ে।

পড়ত� বনেদ� পরিবার� বিয়� হয়েছি� সোমলতার। খোলাটা� আছ�, সা� নেই। একটু বড�-বড� কথ� বল� এব� সুযো� পেলে� দেশে� বাড়ির জমিদারির গল্প বল� এদের একটা প্রিয় অভ্যেস� যাকে বল�, বারফট্টই�
সোমলতা� স্বামীটি বি. �. পাশ। তব� তবলা বাজানো ছাড়� কিছু করেন না� সোমলতাদে� যৌ� পরিবারের� �-বাড়িতেই তিনতলায় তিনট� ঘর নিয়� থাকে� এক দজ্জাল পিসশাশুড়ি� বালবিধবা এই শাশুড়িই সংসারে� সর্বময� কর্ত্রী� এই পিসশাশুড়ি� মৃত্যুকালে সোমলতাকে ডেকে তা� একশো ভর� সোনা� গয়নার বাক্� সোমলতা� হাতে গচ্ছিত কর� গেলেন। মৃত্যু� আগ�,না মৃত্যু� পর�?
সোমলতা ভা� কর� বুঝত� পারেনি� কিন্তু পিসশাশুড়ি যে এরপরেও বারবার দেখা দিয়েছেন এত� সন্দেহ নেই।

87 pages, Hardcover

First published January 1, 1993

17 people are currently reading
607 people want to read

About the author

Shirshendu Mukhopadhyay

384books896followers
শীর্ষেন্দু মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক।

তিনি ব্রিটি� ভারতের বেঙ্গল প্রেসিডেন্সি� অন্তর্গত ময়মনসিংহে (বর্তমানে বাংলাদেশের অং�) জন্মগ্রহ� করেন—যেখান� তাঁর জীবনের প্রথ� এগার� বছ� কাটে� ভারত বিভাজনের সময় তাঁর পরিবার কলকাতা চল� আসে। এই সময় রেলওয়েত� চাকুরিরত পিতা� সঙ্গ� তিনি অস�, পশ্চিমবঙ্গ � বিহারে� বিভিন্� স্থানে তাঁর জীবন অতিবাহিত করেন� তিনি কোচবিহারের ভিক্টোরিয়� কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্� করেন� পর� কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায� স্নাতকোত্ত� ডিগ্রি লা� করেন� শীর্ষেন্দু একজন বিদ্যালয়ে� শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন� বর্তমানে তিনি আনন্দবাজার পত্রিক� � দে� পত্রিকার সঙ্গ� জড়িত।

তাঁর প্রথ� গল্প জলতরȨ� শিরোনামে ১৯৫৯ খ্রিস্টাব্দে দে� পত্রিকায� প্রকাশিত হয়। সা� বছ� পর� সে� এক� পত্রিকার পূজাবার্ষিকীতে তাঁর প্রথ� উপন্যা� ঘু� পোকা প্রকাশিত হয়। ছোটদের জন্য লেখা তাঁর প্রথ� উপন্যাসে� না� মনোজদে� অদ্ভুত বাড়�

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
231 (28%)
4 stars
333 (41%)
3 stars
193 (24%)
2 stars
34 (4%)
1 star
9 (1%)
Displaying 1 - 30 of 56 reviews
Profile Image for রিফাত সানজিদা.
174 reviews1,249 followers
August 13, 2016
এই উপন্যা� নিয়� এক পরিচিত� মন্তব্� করেছিলেন 'নিঃসন্দেহে চমৎকার', আরেকজন জনৈক� মুরুব্বীকে ধা� দিয়� পড়িয়েছেন, বাদম� উন� ভি বহুৎ তারি� কিয়া।
পর পর তিনজ� সমলিঙ্� পাঠিকা� পজিটিভ ফিডব্যাক� কৌতুহলী হয়ে কব� যে� পড়েছিলা� বইটা, নে� খুঁজ� নামিয়ে। আহ�, কত� সহজে মুগ্দ্� হয� লোকজ�! আই এনভি ইউ পিপল...

অপর্ণা সেনে� মুভি 'গয়নার বাক্�' � উপন্যা� নিয়েই তৈরি� আবার না� ভাঁড়ানো অলমোস্� সেইম আরেকটা উপন্যা� আছ�, �
দুটো� অখাদ্য� কষ্ট কর� বাংলাদেশ আর ৭১ লেবে� সেঁট� জাতে তোলা� চেষ্টা করায� দয়া/মায়� কর� � তারা দেয়া।
Profile Image for Farzana Raisa.
502 reviews203 followers
May 23, 2020
হাস্যরসে� মধ্য� দিয়� কিছু কিছু অসঙ্গত� অর্থাৎ আগেরকা� আমলে� পুরুষশাসিত সমাজটাকে দারুণভাব� দেখিয়� দিলে� শীর্ষেন্দু মুখোপাধ্যায়�

অষ্টাদশী, গরী� ঘরের মেয়� সোমলতা� বিয়� হয়ে আস� কোলকাতার এক পড়ত� জমিদার বাড়িতে। জমিদার বং� পড়ত� হল� যা হয� আর কি.. যতোট� না আছ� তা� চেয়� বেশি ঠাঁটবাঁট দেখাতে ব্যস্ত� বাড়ির পুরু� সদস্যদের কুঁড়েমি নামক রোগট� মজ্জাগত। তারা কেবল জম�-সোনাদানা বেচে� খেতে পারে, দু'টা টাকা যে রোজগার করবে সে মুরো� নেই। এইরক� অবস্থায় মাথায় আকাশ ভেঙ্গে পড়ে সোমলতার। কষ্টেসৃষ্ট� শৈশব-কৈশো� কাটিয়েছ� বল� দুঃখ কষ্ট কি জিনি� জানা আছ� বে� ভালো ভাবেই। শুরু হয� তা� অক্লান্ত পরিশ্র� স্বামীকে স্বাবলম্বী কর� তুলবার� সংসারে� মানুষগুলোক� একটু ভালো রাখার।

তাহল� সোমলতা� গল্প� গয়নার বাক্� এল� কোথা থেকে? আর�! বলছি... বলছি.. সোমলতা� এক পিসি শ্বাশুড়�, মহ� জাঁহাবাজ মহিলা। কাউক� বিন্দুমাত্� বিশ্বা� কর� না, খু� ছোটকাল� বিয়�, আর তা� প্রায় সাথে সাথে� বিধবা। ঘটনাক্রম� পিসি� এই এক �' ভর� সোনা� গহনা হাতে চল� আস� সোমলতার। সে� গয়নার বাক্�, নিরী� সোমলতা আর মর� যেয়� ভূ� হয়ে যাওয়া পিসশাশুড়িকে নিয়েই এগিয়ে যায় কাহিনি� পিসি বেঁচ� থাকবার সময় যেমন দজ্জাল টাইপ ছি�, মর� ভূ� হবার পর� কথার ঝাঁজ বিন্দুমাত্� কমেনি। সোমলতাকে বকাবকি� করার মাধ্যম� বুঝত� পারা যায় সেকালে অল্পবয়সী বিধবাদের দুঃখ, কষ্ট, তাদে� দীর্ঘশ্বাস মাখা হাহাকারটুকু৷ আহার�! পিসি!

বস� অংশটুকুও ইল্লজিক্যা� বলার কো� কারণ নেই৷ লেখক তা� নভেলায� তুলে ধরেছেন তি� প্রজন্মে� কথা। পিসি যদ� সব হারানোদে� তালিকায় থাকে অর্থাৎ প্রথ� প্রজন্মে� প্রতিনিধিত্ব কর�, বস� তব� সব পেয়েছির যুগে� প্রতিনিধ�, তথ� তৃতীয় প্রজন্ম। মেয়ের� যুগে যুগে নিষ্পেষি� হয়ে এসেছে। কিন্তু এই স্বাধীনতাটুক� একদিনে আসেনি। হয়ত� সে� স্বাধীনত� এন� দেয়� নারীদে� প্রতী� অল্পবয়সী, ভীরু সোমলতা, যে মোমে� মত� নর� আবার পাথরের মত� কঠিন� তব� হ্যা, নারী� এই সংগ্রামে পুরুষে� ভূমিকা যে কোনমতে� ফ্যালন� নয�, সেটা� সুন্দরভাবে ফুটিয়� তুলেছে� শীর্ষেন্দু সোমলতা� স্বামী চকোর মিত্রে� চরিত্রটি দিয়ে৷ এই ছোট্� বইটা� ব্যাপকতা বিশাল। অন্তর্নিহি� তাৎপর্যও আছ� অনেক� প্রথমে মুভিটা দেখেছিলাম। বই পড়া� সময় মুভিতে অভিনয় কর� পাত্�-পাত্রীদে� বইয়ের চরিত্র হিসেবে চোখে� সামন� দেখেছি (মুভি আগ� দেখা� কুফল) -_- তব� একটা জিনি� বুঝলাম না, বইটা� এন্ডিং� তো কম সুন্দর না! হুদামাডি� মুভিতে বাংলাদেশের মুক্তিযুদ্� নিয়� টানা হ্যাঁচড়� করলো ক্যান। :3

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খু� সুন্দর কিছু নভেলাগুলোর একটা� �



বই-গয়নার বাক্�
লেখক-শীর্ষেন্দু মুখোপাধ্যায়


#happy_reading
#বইহোক_অক্সিজেন
Profile Image for Aishu Rehman.
1,060 reviews1,012 followers
April 20, 2019
এই গল্প� বসনক� কে� আন� হয়েছে আর তা� ভূমিকাটাইব� কি এই কাহিনীতে আম� বুঝিনি।শীর্ষেন্দু� প্রায় উপন্যাসে� রহস্� এব� ভৌতি� বিষয়ট� থাকে।এ� বইটাতে ভৌতিকত� কিছুটা থাকলেও,আম� রহস্� খুঁজ� পাইনি।শুরুটা বে� লেগেছি� মন� হচ্ছিল বে� রহস্যময় হব� কিন্তু গল্পের মাঝট� এব� শেষট� বে� হতাশ� করেছে।

যাইহোক, আমার খারা� লাগলেই যে সবার খারা� লাগব� এমনত� নয়।পড়ে দেখে� হয়তবা ভালোলাগতেও পারে আপনা�......
Profile Image for Shuk Pakhi.
476 reviews225 followers
October 29, 2021
একটানে পড়া শে�....মজ� পেয়েছি।
সিনেমাটা আগ� দেখা থাকলেও বইটা� ভালো লাগলো।
সিনেমায় অপ্রয়োজনীয়ভাবে মুক্তিযুদ্� নিয়� আস� হয়েছে� এট� দরকা� ছি� না�
বইতে এট� কর� হয়নি। টিপিকা� শীর্ষেন্দু স্টাইল� শে� কর� হয়েছে বইটা�
Profile Image for Sayantan.
13 reviews2 followers
January 27, 2019
একজন মধ্যবিত্� বাঙালি হিন্দু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই ছো� উপন্যাসটার সঙ্গ� একাত্ম হত� পারবে। পুরোনো পরিবারগুলোতে এইরক� বিধব� মেয়েদের গল্প অনেক শুনেছি ,যারা মর� গেলে� বাড়� ছেড়� যায় না� এই উপন্যাসে সমস্� উপাদান মজুত আছ�, যা থাকা� কথ� একটা বনেদ� হিন্দু বাঙালি� বাড়� তথ� পরিবারকে আঁকত� - পুরোনো বাড়�, পূর্� পাকিস্তানে ছেড়� আস� জমিদার�, অল� পুরুষমানুষ, এক বিধব� সর্বময� কর্ত্রী, তা� ভূ�, সাহসী মহিল� আর তা� বিবর্ত�, ঝগড়�-মোকদ্দমা, নী� রক্ত� এই বাড়িগুল�-পরিবারগুলো এখ� ধ্বং� হয়ে গেছে অবশ্য। বাঙালি� চিয়ায়ত হিপোক্রি� দিকটাও উপন্যাসে কিছুটা ফুটে উঠেছ�, যেটা শীর্ষেন্দু ধরনে� লেখকদে� লেখাতে পাওয়া যাবে এট� ভাবিনি� "কিছু উপাদানের পরিমাপের" দি� দিয়� দেখত� গেলে উপন্যাসট� বাঙালি� নিজস্ব "আউরা"� যদিও ভূ� বা অশরীরী জিনিসট� এব� একটা জাতি, অনেক মানু� অথবা একটা সময়ের সুনিপন ভাবে বর্ননা � সম্পর্�, সুন্দর ভাবে এসেছ� নবারুণের "হার্বা�" অথবা সবচেয়� গুরুত্বপূর্ণভাবে ইলিয়াসে� "খোয়াবনামা" উপন্যাসে� তব� এই ছোট্� উপন্যাসট� বাঙালি মধ্যবিত্� গন্ডির মধ্যেই থেকেছে এব� সেটা ভালো সিদ্ধান্ত।
খু� খারা� যে আম� এই উপন্যাসটার এত� পড়ে খোঁজ পেলাম। আম� ওনার "অদ্ভুতরে" সিরিজে� বে� ভক্ত ছিলা� ছোটবেলাতে। ভাবতাম � সিরিজে যাদুবাস্তব/ভুতুড়� উপাদানগুলো হয়ত� ওনার বড়দের জন্য লেখা উপন্যাসে নেই। যা� হো�, আম� এখ� দে� থেকে প্রকাশিত ওনার ছোটগল্� সমগ্� নিয়� বসেছি। লেখক'কে প্রকাশকে� চাপে পড়ে অনেক সময় নিন্�-মাঝারি লেখা লিখত� হয়। আবার প্রচারিত ভালো লেখা� আড়ালে চাপা পড়ে থাকে আর� ভালো কিছু লেখা� সেগুলো খুঁজ� পেলে ভালো� লাগে�
Profile Image for Ananya Rubayat.
177 reviews195 followers
November 20, 2019
শুরু� দিকে খু� ইন্টারেস্টিং লাগছিল� শেষে� দিকে পুরো� খাপছাড়া মন� হলো। দু� প্রজন্মে� কাহিনী� মেলবন্ধনটা মোটে� পরিষ্কার মন� হয়নি। সহজে� আর� জমজমাট ভাবে এক প্রজন্মে হয়ত গল্প শে� কর� যে�, অথবা আর� বড� পরিসরে দু� প্রজন্� মিলিয়ে। সবচেয়� বড� কথ�, গয়নার বাক্সে� সিগনিফিকেন্সটা� বুঝে উঠতে পারলাম না :(
Profile Image for Sukanya Naz Naz Islam.
19 reviews4 followers
February 6, 2021
বইয়ের নামঃ গয়নার বাক্�
লেখক� শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পৃষ্ঠা সংখ্যা� ১২� (লোকা� প্রিন্�)
রেটিংঃ �/�

অস্বচ্ছল পরিবারের মেয়� সোমলতা� সে বিয়� হয়ে আস� এক জমিদার পরিবারে। তব� নামে জমিদার অবশ্য। বংশে� ধন দৌলত সব শুন্যে� কোটায়� সেজন্য� যা না আছ� তারচেয়ে দেখাতে ব্যস্ত বেশী�

সোমলতা� স্বামীটি� না� চকোর মিত্র। তিনি বি� পা� কিন্তু অবসর� তবলা বাজানো ছাড়� বিশে� কোনো কা� করেন না� বংশপরম্পরায় বাড়ির পুরুষেরা পেয়� আসছে� "কুঁড়েমি" সাথে কিঞ্চি� কুঅভ্যাস � আছ� বইকি� কারণ এপরিবারে� কর্তার� মন� করেন পূর্বপুরুষের জম�-জম�, সোনা-দানা বেচে� রোজগারের জোগাড় হবে। কিন্তু কথায� আছ� বস� খেলে রাজা� ভান্ডারও ফুরোয়� এই নিয়� সোমলতা� দুশ্চিন্তা� শে� নেই।

সোমলতা� পিসিশ্বাশুড়� রসময়ী মহ� জাঁদরে� মহিল� ছিলেন। পেল্লায় জমিদার বাড়ির দোতলায� বড� দুটো ঘর জুড়� তিনি থাকতেন� এক� বাল্যবিধবা তা� উপ� কাওক� বিন্দুমাত্� বিশ্বা� করতে� না� পিসিমা বৈবাহি� এব� পৈতৃকসুত্র� ১০� ভর� গয়ন� পেয়েছিলেন� এই গয়নার বাক্� তিনি যক্ষের ধনের মত� আগলে রাখতেন� এই বাক্� ঘটনাচক্র� চল� আস� সোমলতা� হাতে কিন্তু কি কর�?

এই বইটি� পরিস� ছোট্� হলেও এর শিক্ষা অত� বিস্তারিত। লেখক প্রথমে তৎকালি� জমিদার বংশে� পুরুষদের গোড়াম� এব� কুড়েম� দেখিয়েছেন� সাধারণ� এম� অবস্থায় বাড়ির বউ মেয়েদের সব মেনে মু� বুঝে থাকত� দেখা যায়� কিন্তু এখানেই পেয়েছ� ব্যতিক্রম। বাড়ির বউ সব সংশয� ঝেড়� স্বামীকে শোধরানোর চেষ্টা শুরু কর� যাতে পরিবারটি� অর্থনৈতি� অবস্থা আবার আগের অবস্থায় ফিরত� পারে� চকোর মিত্রও নিজে� সমস্� ভু� শুধর� নেয়�

এরপর� দেখানো হয� ৩য� প্রজন্�, সোমলতা� মেয়�, বসন। অনেকেই বলেন বইটি� এই অংশট� খাপছাড়া কিংব� অনেক� বুঝত� পারে� নি� তব� ধারণ� সেটি ভুল৷ প্রথ� প্রজন্� সোমলতা� পিসিশ্বাশুড়� যিনি মর� ভু� হয়ে সোমলতা� ঘাড়� চেপেছিলে� তিনি আক্ষরিকঅর্থে সারাজীবন� কষ্ট ছাড়� কিছু� পাননি। নিয়মে� বেড়াজাল� তিনি নিজে� শৈশব, কৈশো�, যৈবন, বার্ধক্য চারকালেই আবব্� ছিলেন। এখান� লেখক বিধবাদের দুঃখ দুর্দশ� দেখিয়েছেন� ২য� প্রজন্� সোমলতা, যে মোমে� মত� নর� কিন্তু ইস্পাতের মত� কঠিন� সে নিজে� ইচ্ছাশক্তি, বুদ্ধি, পরিশ্র� এব� ভালোবাসা দিয়� সব কিছু অর্জ� কর� নিয়েছিলো। এক� সাথে বড� সমর্থক হিসেবে পেয়েছিল� নিজে� স্বামীকে এব� পরবর্তীতে পুরো পরিবারকেই। ৩য� প্রজন্� বস�, সে ছিলো সম্পূর্ণ স্বাধীন। পরিবার তাকে সমস্� স্বাধীনত�, ভালোবাসা দিয়েছিল� একঅর্থ� না চাইতেই সব পেয়েছিল� সে� বস� ছিলো পুরো মিত্� পরিবারের চোখে� মনি। কুসংস্কারাচ্ছন্ন আবহাওয়া থেকে পুরো পরিবারটি একটি আধুনিক রুচিবো� সম্পন্� পরিবার� রুপান্তরিত হয়েছিলো এভাবেই�

আম� বলবো লেখক হাস্যর� এব� রুপক দিয়� সুক্ষ্� সুক্ষ্� ব্যাপা� গুলো খু� সুন্দর তুলে ধরেছেন অত� স্বল্প পরিসরে� যদিও রহস্যে� গন্ধ অল্প� ছিলো� এই বইটা পড়া� খু� শখ ছিলো এব� পড়ে আরাম পেয়েছি। যারা খু� গভীরভাব� চিন্তা করতে পারে� তারা বইটি পড়ে আমার মতোই আনন্� পাবে� আশাকরি�
Profile Image for Denim Datta.
371 reviews24 followers
July 31, 2014
A really very nice book.

"বেশি� ভা� মানুষেরই অভ্যাস হল, যেখানে বলার কথ� কিছু নে�, সেখানে� অকারণে কথ� বল� যায়, প্রয়োজন থা� বা না থা�."
Profile Image for Madhurima Nayek.
361 reviews132 followers
March 28, 2019
এই ছবিট� তি� প্রজন্মে� নারী এব� তাদে� জীবন এব� সমাজ� পরিবর্তনশী� অবস্থানে� আশেপাশ� ঘুরছে। এব� এট� একটি গয়নার বাক্সে� সাথে সম্পর্কিত।গল্পের মূলে আছ� পূর্ববাংলা� এক বাঙালী হিন্দু পরিবার(যৌ� পরিবার)।যেখান� সোমলতা সংসারে তা� পিসিশাশুরি (রসময়ী) এস� চিরকালের জন্য ঘাঁট� গারে� তিনি ১১ বছ� বয়স� বিয়� করেছিলেন এব� তারপরে খু� শীঘ্রই বিধব� হয়েছিলেন। গল্পটি তা� বিয়ের গয়নাগুলির চারপাশ� ঘুরছ�, যা সে একটা বাক্সে লুকিয়� রাখে�

দেশভাগের সময় তাদে� অনেক জম� জায়গা সম্পত্তি চল� যায়� আর যেহেতু এই পরিবারের কে� চাকর� কর� না (আসলে চাকরিক� অন্যের দাসত্ব মন� কর� তা�) সেইজন্� তাদে� আর আগের মত� অবস্থা থাকে না, টুকটাক জিনিসপত্� বিক্রি কর� সংসা� চলে। আর বিধব� রসময়ী বাপে� বাড়িত� বৈধব্য জীবন কাটাতে থাকে এব� তা� একমাত্� সম্ব� ওই গয়নার বাক্স। বাড়ির সকলে� তাঁক� একটু ভয� করেই চলে। হঠাৎ একদি� তা� মৃত্যু হয� এব� কে� কিছু জানা� আগেই নববধ� সোমলতা কে ভূ� হয়ে দেখা দিয়� তা� কাছে সে� গয়নার বাক্সে� দায়িত্ব দিয়� যায়�

কিন্তু এরপর প্রায়� সোমলতা পিসি-শাশুরী� আত্মাক� দেখত� পেতো� সোমলতাকে সে নানা গালমন্� করতো, এব� স্পষ্ট বল� দিয়েছিল যেনো সে তা� ওই বাক্সে হা� না দেয়� অবশেষে অবশ্� রসময়ী চকোরের (সোমলতা� স্বামী) ব্যবসা� জন্য গয়ন� দিতে রাজি হয়।এরপর সোমলতা স্বামীকে শাড়ির দোকা� দিতে বল� এব� আস্ত� আস্ত� তাদে� আর্থিক উন্নতি হত� থাকে�
সোমলতা� স্বামী ব্যবসা� কাজে বাইর� গেলে, সোমলতা� ব্যবসা� কা� দেখভাল করতো� এরকম� একসময় স্বামী� অনুপস্থিতিতে একটা ঘটনা ঘটে। একজন পুরু� তাকে প্রে� নিবেদন কর�, অন্যদিকে রসময়ী� আত্মাও সোমলতা কে এত� উৎসাহি� কর� তা� প্রে� গ্রহ� করার জন্য� � যৌবনের আনন্� নেওয়া� জন্য� কিন্তু সোমলতা শেষপর্যন্ত স্বামী� কাছে� ফিরে আস� এব� তাদে� মিলন হয� � এরপর তাদে� এক কণ্যাসন্তা� হয� আর তখ� থেকে� রসময়ী� আত্মাক� সোমলতা দেখত� পায়না� আর সবাই মন� কর� রসময়ী� সোমলতা� কন্য� হয়ে জন্ম নিয়েছে। এই হল� গল্পের মূ� বিষয়।

আমার গল্পটা ভালো� লেগেছে� এই গল্পকে কেন্দ্� কর� "গয়নার বাক্�" সিনেমা� বেরিয়েছে। তব� সিনেমাটা অত ভালো লাগেনি যতটা বই পড়ে লেগেছে� সবশেষে একটা লাইন লিখত� চা� যেটা সোমলতা বলেছিল (তা� স্বামী� উদ্দেশ্য�) এব� যেটা আমার খুবই ভালো লেগেছে -
" আম� যে ওক� ভালোবাসি ওঁ� রূপে� জন্য নয�,গুণে� জন্য� নয়।ভালো না বেসে থাকত� পারি না বল� বাসি�"
Profile Image for Swarnali Das.
27 reviews10 followers
July 11, 2020
প্রথমে� বল� আম� আগ� মুভি দেখেছি, তারপ� গল্পটা পড়ছি। কারণ আম� সত্য� জানতাম না যে, এট� শীর্ষেন্দু বাবু� লেখা একটা বই� যা� হো�, মুভি টা আমার ভীষণ পছন্দে�, সেখানে পড়ত� পড়ত� চরিত্র গুলি� সাথে মি� পেয়� অসম্ভব ভালো লাগছিল� পড়তে।
গল্পটা তি� প্রজন্মের। পিসি রসময়ী, সোমলতা, আর বসন। অষ্টাদশী, অভাবী ঘরের মেয়� সোমলতা বিয়� হয়ে আস� কলকাতায় এক জমিদার� পরিবারে। কিন্তু সে ছি� নামে� জমিদার, বিষয� সম্পত্তি আর কিছু� অবশিষ্� ছি� না, থাকা� মধ্য� ছি� জমিদার� ঠা� বাট। আর সেখানে� লতার প্রথ� পরিচয় হয� তা� পিসিশাশুড়� রসময়ী � সাথে� তিনি বাল্যবিবাহ � শিকার। � � বিয়� আর ১২ তে বিধবা। কিন্তু তা� কাছে ছি� বাপেরবাড়ি থেকে যৌতু� হিসেবে পাওয়া ১০� ভরির মত� সোনা� তা� দোর্দণ্ডপ্রতাপ পিসি� সামন� প্রায় বাড়ির সবাই � চুপ। এই পিসি একদি� মারা যা�, আর ভূ� হয়ে এস� লত� � কাছে গচ্ছিত রেখে যা� তা� সোনাদানা� মাঝে মাঝে� তিনি ভূ� বেশে লতার সাথে কথ� বলতে�, আর তাকে নানারক� উপদে� দিতেন। আর এখানেই লেখক দেখিয়েছেন তা� অসাধার� প্রতিভা। যে হাস্যর� তিনি ব্যবহা� করেছেন তা পড়ে সত্যিই মুগ্� হয়ে যেতে হয়। কিন্তু এর মধ্যেই আস� সংসারে চর� টানাটানি, আর লত� তখ� নিজে হা� ধর� সংসারের। একটি শাড়ির দোকা� দেয় সে এব� ধীরে ধীরে হা� ফিরে� আসে। কিন্তু তব� সে ওই গয়ন� হাতছ��ড়� কর� না� এরপর লতার একটি মেয়� হয�, বস�, তাকে দেখত� অবিক� পিসিমা� মতো। আর আশ্চর্যজনক ভাবে তারপ� থেকে� পিসিমা আর আসতে� না� এইভাবে সে� গয়নার বাক্� লত� তা� মেয়ের হাতে তুলে দেয়� প্রজন্মে� পরিহাস� রসময়ী যেমন কিছু� পায়নি, কিন্তু বস� সেদি� থেকে দেখত� গেলে স্বাধীনত�, ঐশ্বর্� সব � পেয়েছে।
এককথায� খু� � মজার একটা বই, সক� বয়সের উপভোগ্� ♥️♥️
Profile Image for Tashfia Siddiqua.
16 reviews5 followers
March 9, 2022
বইটা শুরু� দিকে বে� ভালোভাবে� আগাচ্ছিল� স্টোরিটেলি� বিবেচন� করলে পুরো উপন্যাসটাকেই মোটাদাগে ভালো বল� দেয়� যায়� কিন্তু ঘটনা� বিস্তৃতি টানত� গিয়� লেখক কেমন যে� সব সুতোগুলো চারপাশ� ছড়িয়� রেখে� ইত� টেনে দিলেন। পিসিমা� গয়নার বাক্সরহস্যের ইতিবৃত্ত উদঘাটনের মাঝপথে সোমলতা� সংসারে� হা� ধরার পর বসনে� ভূমিকা বুঝে উঠবা� আগেই গল্প মোড় নি� অন্য দিকে� এখানটায় গিয়� উপন্যাসে� নামকরণের উদ্দেশ্যটা� ব্যাহত হল� বলেই মন� হয়েছে� চরিত্রগুলো� গভীরত� কম ছি� বল� শেষটায� এস� বে� হতাশ� হত� হয়েছে� সোমলতা� চরিত্রায়ণের বাঁকটাকে আনার প্রয়োজন যথাযথভাব� ফুটে ওঠেনি। বসনে� সাথে পিসিমা� সংযোগে� আভাস দেয়ার পর অমলেশক� ঘিরে পুনরায� রহস্� তৈরি কর� গল্পটা যে� হঠাৎ কর� শে� গেছে�
Profile Image for Emtiaj.
237 reviews86 followers
September 17, 2020
বইটা পড়া� আগ� মুভিটা দেখেছিলাম। ভালো লাগেনি মোটেই। বইটা পড়ারও ইচ্ছ� ছি� না, আপুর কারণেই পড়া� মোটামুটি কেটে গে� সময়�

মুভিতে বসনে� পার্টট� একটু পালট� দেয়� হয়েছিল।
Profile Image for Nusrat Faizah.
91 reviews36 followers
August 10, 2023
সিনেমা টা যে কব� দেখেছি মনেও নাই। তা যে একটা গল্প অবলম্বনে কর� এব� তা� আবার শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর, � তথ্য� জানা ছি� না�

বহুদিন পর একটা পশ্চিমবঙ্গের বাংল� বই পড়লাম।এ� বসায� শে� করার মত বই।বেশ লাগলো।
Profile Image for Habiba Kamrun.
36 reviews15 followers
February 15, 2021
উত্তরবঙ্গে� এক পড়ত� বনেদ� বাড়িত� বিয়� হয� আঠার� বছ� বয়সী সোমলতার। শোনা যায় এককালে পাকিস্তানে এদের জমিদার� ছিলো, তব� তা শে� হত� হত� একেবার� প্রায় শূন্যে� কোঠায়� তিনতলা বাড়িট� মূলত সোমলতা� দাদাশ্বশুরের তৈরি হলেও আর� শরিকরা এস� তাতে ভা� বসিয়েছে, � বে� নিয়� মামল� মোকদ্দমা� চলছে�

বাড়ির দক্ষিণ দিকটার উপ� নি� মিলিয়� সোমলতা� শ্বশুড়ঘরে� বাস। নিচতলায় সোমলতা তা� বর আর শ্বশুরশ্বাশুড়� থাকে�, দোতলায� থাকে� ভাশু� আর তিনতলায় বিশা� তিনট� কামড়া নিয়� থাকে� পিসি শাশুড়ি। তা� না� রাসময়ী, বালবিধবা মানুষ। সা� বছ� বয়স� বিয়� হয়েছিলো, স্বামী-সংসা� এস� ভালো কর� বোঝা� আগেই তি� বছরে� মাথায় বিধব� হলেন� বৈবাহি� সূত্রে পিসিমা� কাছে ১০� ভর� সোনা� গয়ন� আছ�, যক্ষের ধনের মত� আগলে রাখে� গয়নাগুলো। এই গয়নার জোড়েই পিসিমা পুরো সংসারে� তদারকি করেন� জাঁদরে� এই পিসশাশুড়িকে সোমলতা� ভীষণ ভয� পায়� পিসিমা ওই গয়নার বাক্� সোমলতা� কাছে গচ্ছিত রেখে যা�, মৃত্যু� পর� নাকি মৃত্যু� আগ� সেটা না হয� বই পড়ে� জানবেন�

জমিদার বাড়ির ছেলেরা আরামপ্রিয় হয�, তারা ঘরের বাইর� চাকর� করতে যায়না, কিন্তু তখ� ভালোভাবে বাঁচার তাগিদে অন্যান্য শরীকদের মধ্য� কে� কে� রুটিরুজি� কা� শুরু করেছে। সোমলতা� স্বামী চকোর মিত্� বিয়� পা� করেছে। আরামপ্রিয় হলেও সংসারে� টানাপোড়েন� সোমলতা� সাথে সাথে সে� চিন্তি�, কিছু একটা কর� দরকা� � কিন্তু চাকর� কর� তা� আঁতে নে�, তা� ঠি� হল� ব্যবসা কর� হবে। প্রথ� দিকে পরিবারের কে� মেনে না নিলে�, পরবর্তীতে পুরো পরিবার তাদে� পাশে দাঁড়ায়� এক� এক� দুটো দোকা� খাড়� হল�, বেচাকেনা� বে� চলছে� সোমলতা� বিচক্ষণতায� তাদে� সংসারে আয� রোজকার বাড়ছে তা� সাথে ভাঙছ� অনেক পারিবারি� কুসংস্কার। কিন্তু স্বামী,সন্তান, ভর� সংসা� এস� পেয়েও মাঝে মাঝে তা� মন আকুল হয়।

উপন্যাসে� আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল� সোমলতা� মেয়ে। বসন্� কালে জন্মেছিল� বল� তা� না� রাখা হয� বসন। দু� প্রজন্� আগের কুসংস্কারাচ্ছন্ন পরিবার টা তখ� ব্যবসায়ী রুচিশী� পরিবার, আর সে� পরিবারের মধ্যমণ� হল� বসন। বসনে� চেহারায় কিছুটা পিসিমা� চেহারা� ছা� পাওয়া গেলে� দুজনের জীবনযাপন� রয়েছে আমূল পরিবর্তন� পিসিমা নিয়মে� বেড়াজাল� আটকে ছিলে�, পরিবারের কোনো সদস্� তা� সাথে ছিলোনা� কোনো না কোনো ভাবে তারা� এসবে� জন্য দায়ী ছিলো� সে� পরিবারের সবাই কিন্তু একসময় দাঁড়িয়� ছিলো সোমলতা� পাশে এরপর বসনক� দিয়েছ� বেড়� উঠার একটা সুন্দর পরিবেশ� এতোকিছ� পাওয়া� পরেও বসনে� জীবনেও কিন্তু ছিলো অপূর্ণতা�

শীর্ষেন্দু মুখোপাধ্যায় গয়নার বক্স বই কিছুটা ভৌতি� আদলে লেখা হলেও বইটা ভয়ে� কিছু মন� হয়নি। বর� তিনি উপন্যাসে তিনপ্রজন্মের নারী� প্রত� সমাজের দৃষ্টিভঙ্গ� তুলে ধরেছেন� সময়ের সাথে সমাজ পরিবর্তন হচ্ছ�, সে� সাথে পরিবর্তি� হচ্ছ� নারী� প্রত� সমাজের দৃষ্টিভঙ্গ�, কিন্তু কোথা� যে� খামত� রয়ে� গেছে�
৮৭ পৃষ্ঠা� এই বইটা অনায়েসে একবসায� পড়ে শে� কর� যায়� যারা রিডার্� ব্লক� ভুগছেন তারা এই বইটা পড়ে দেখত� পারে�, আশাকরি ভালো লাগবে।
দূরবী� পড়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর লেখা� সাথে পরিচয় হয়েছিলো, এরপর আর� কয়েকট� বই পড়া হয়েছে� যত� পড়ছ� তত� উনার লেখা� প্রত� মুগ্ধত� বাড়ছে�
Profile Image for Omar Faruk.
263 reviews14 followers
January 9, 2024
দু� প্রজন্মে� গল্প "গয়নার বাক্�"� শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অন্যান্য লেখা� চেয়� এই বইটা একটু ভিন্� বল� যায়� দু� প্রজন্মে� গল্প, মা, মেয়ের গল্প এক� সমান্তরালে বলেছেন লেখক� মা যেখানে সংসা�, আপনজনে� মধ্য� প্রেমক� খুঁজ� ফিরেছেন। বা� বা� নিজে� গভীরে ডু� দিয়� নিজেকে আর� ভালোভাবে চেনা� প্রয়া� পেয়েছেন� সেখানে তা� মেয়� প্রেমে� প্রশ্ন� ফুরিয়� যাওয়া, ক্লান্� হওয়�, শে� হয়ে যাওয়া� ভয়ে বা� বা� নিজেকে হারিয়� ফেলেছে� ভিন্নধর্মী এই বইটা এক বসায� পড়া� মতো। উপলব্ধ� করার মত� অনেককিছু� আছে। যা পাঠককে অনেককিছু নতুন কর� ভাবনার খোরা� জোগাবে�
Profile Image for Shadin Pranto.
1,421 reviews481 followers
November 20, 2019
সাদামাটা কাহিনি� চল� যাওয়া দিনে� সঙ্গ� আজকে� দিনে� তারতম্যট� ভালো� বোঝা যায়�
Profile Image for Anika Tasnim.
21 reviews19 followers
January 24, 2021
"আম� যে তাকে ভালবাস� তা ওঁ� রূপে� জন্য� নয�, গুণে� জন্য� নয়। ভা� না বেসে থাকত� পারি না বল� বাসি�"

সোমলতা� বিয়� হয� এক জমিদার বাড়িতে। জমিদার বাড়ির "ভাঁড়ে মা ভবানী" হলেও রক্তের ঠা� বা� ষোলো আন� বজায� রয়েছে; হো� সে ঘরের মেয়� বউদে� গয়ন� বেঁচ� বা বৈঠক খানা� ঝারবাত� নিলামে তুলে� অল� অকর্মণ্য পুরুষে গিজগিজ যে নামমাত্র জমিদার� সে বাড়ির বউ হয়ে আস� গরী� খেটে খাওয়া ঘরের অল্প বয়সী সোমলতা� সোমলতা� চেষ্টায় সংসারে� হা� ফেরে, বাড়ির পুরুষগুল� কর্ম� হয়ে ওঠে।কিন্তু সোমলতা সংসারে� হা� ধরার মাঝে রয়েছে কিছুটা রহস্�, কিছুটা ভৌতি� চরিত্রের অবদান। সোমলতা� মৃ� পিসি শাশুড়ির ১০� ভর� সোনা সমেত গয়নার বাক্� হল� উধাও! আর সে� পরিপ্রেক্ষিতেই উপন্যাসে� না� হয়েছে "গয়নার বাক্�"�

উপন্যাসে "রাসমণি-সোমলতা-বস�" এই তি� নারী চরিত্রকে প্রাধান্� দিয়� কাহিনী� দি� পরিবর্তন কর� হয়েছে।রাসমন�, অর্থাৎ পিসিমা হলেন প্রথ� প্রজন্মে� মেয়�, যে খু� অল্প বয়স� সমাজের নিষ্ঠুরতায� জীবনের সব রঙ হারিয়� গৃহবন্দী হত� বাধ্� হয়। যৌবন থেকে শুরু কর� তা� পুরোজীবন কেটে যায় মস্ত বড� বাড়ির তি� কামড়া� চিলেকোঠায় এক সাদা থা� গায়� জড়িয়ে। এর পর� আস� দ্বিতীয় প্রজন্মে� নারী চরিত্র, সোমলতা� সোমলতা� মত� চরিত্র সার্বি� নারী সমাজকে প্রতিনিধিত্ব করে।তাঁর স্বামী� প্রত� ভালোবাসা, সংসারে� প্রত� অবদা�, শশুর, ভাসুরে� প্রত� দায়িত্ববো� � শ্রদ্ধ� যেকোনো নারী� সাধারণ বৈশিষ্ট্� বৈকি! এই সমলতার গর্ভ� জন্ম নেয় তৃতীয় প্রজন্�, বসন। সোমলতা� সাজানো মহ� প্রাচুর্যে� সংসা� আল� কর� আস� বসন। মু� ফুটে রা করবা� আগ� ঠাকুরদ�-জ্যাঠা-বাবা মেয়ের সামন� পৃথিবী তুলে ধরেন� আদ� আহ্লাদের গন্ড� ছাড়িয়ে নি� স্বভাব� বস� হয়েছে সবার চেয়� আলাদ�, আধুনিক�, ভাবনাবিলাসি। অনেকেই পুরো বই পড়ে ভাবত� পারে� বস� কে অর্নর্থক উপন্যাসে জায়গা দেওয়া হয়েছে� কিন্তু আমার মন� হয�, তি� প্রজন্� কে এক� অপরে� পরিপূর� বোঝাতে এর থেকে চমৎকার উদাহরণ আর হয়না। ১ম প্রজন্মে� রাসমনি যদ� হয� বঞ্চিত, অভাগী, কপালপোড়� তাহল� তা� অন্য পিঠে ৩য� প্রজন্মে� বস� হল� রাজকপালি�

উপন্যাসে� আলোক� নির্মি� অপর্ণা সেনে� "গয়নার বাক্�" চলচ্চিত্রট� বাংল� বিনোদন জগতে সেরা� তালিকায় জায়গা কর� নিয়েছে।ব্যক্তিগতভাব� আমার উপন্যাসে� তুলনায� চলচ্চিত্রটিক� খু� বেশি গোছানো বল� মন� হয়েছে� তব� সিনেমা� শে� অং� মুক্তিযোদ্ধা� মত� ব্যাপা� কে আংশি� যুক্� কর� কাহিনীকে শক্তিশালী করার চেষ্টা কর� হয়েছে� বই পড়ায় আকর্ষণ বো� না করলে অনায়াসে "গয়নার বাক্�" সিনেমাটি দেখে ফেলত� পারেন।
Profile Image for Faraa.
23 reviews1 follower
August 22, 2021
"গয়নার বাক্�" আমার পড়া শীর্ষেন্দু� প্রথ� বই� রহস্যে� উপন্যা� শুনেছিলা� কিন্তু রহস্� খুঁজ� নি, সেজন্যেই বো� হয� উপভো� করেছি। অনেকের কাছে খাপছাড়া মন� হলেও আম� কিছু সূক্ষ্� বার্তা পেয়েছ�, জানিনা শীর্ষেন্দু মুখোপাধ্যায় কি সেটি� বোঝাতে চেয়েছিলেন কিনা�

বিধব� নারী� শে� সম্ব� দশ ভর� গয়ন� বাড়ির লক্ষ্মীমন্ত বউয়ের কাছে সুরক্ষিত রেখে মহাকাল� যাত্রা করেন পিসিমা� বউ গয়ন� ঠি� মত সামল� রেখেছে কিনা তা লক্ষ্য রাখা� জন্য যেনো ইহজীবন পুরোপুরি ছাড়তে� পারে� নি তিনি, এত� প্রিয় সে গয়না। সে� বউয়ের কোলে যখ� ঘর আল� কর� কন্য� সন্তানের আগমন হয� তখ� মন� হয� যে� পিসিমারই পুনর্জন্� হয়েছে�

অনেকেই এখান� প্রথ� প্রজন্� থেকে তৃতীয় প্রজন্মে� রুপবদলটি তুলে ধরেন� সেটি ভুলে গিয়� আম� যদ� চিন্তা কর� দুটি প্রজন্� কিংব� দুটি জীবন, রসময়ী� জীবন আর বসনে� জীবন� এক� বাড়িত� দুটি ভিন্� সময়� জন্ম নেওয়া দুটি প্রা�, কিন্তু কি ভীষন তফাৎ তাদে� চিন্তাভাবনায�, পাওয়া না-পাওয়ায়�

বস� জীবন� সেসব কিছু� পেয়েছ� যা পিসিমা� জীবন� কল্পনা� অতী� ছিল। সেজন্য� বো� হয� বসনে� জীবনকে দেখা� দৃষ্টি সম্পূর্ন ভিন্ন। যে একাকিত্ব রসময়ী� জীবন� ছি� দুঃখের কারণ, তা বসনে� কাছে অমূল্য সম্পদ। আর এই গয়ন�? তা বসনে� চোখে বিশ্রী পুরন� দিনে� জিনিস। রসময়ী বিধব� বালিকা হয়ে বড� হয়েছে, সঙ্গী� ভালোবাসা সে কোনোদি� পায় নি� আর বসনে� জীবন� সেরক� চাওয়া� নে�, কোনো পুরুষে� প্রত� তা� ভালো লাগা কা� কর� না� এক� থাকতেই তা� পর� সুখ।

বস� এর তিনতলা� ঘর� যে হু হ্� বয়ে যাওয়া, সে যেনো রসময়ী� একলা থাকা� বেদন�, রসময়ী� যন্ত্রণা� কেনন� সে বসনে� মধ্যেই পুনর্জন্� পেয়েছেন, যে বস� সম্পূর্ন ভিন্� মানু� হয়ে উঠেছে। একাকীত্� সে উপভো� কর�, যে একাকিত্ব রসময়ী� দুঃখের কারণ�

বইটিতে সবচেয়� উজ্জ্ব� চরিত্র সোমলতা, নিজে� বুদ্ধি আর ধৈর্� দিয়� সে অনেক সাহসিকতা� পরিচয় দেয়� পিসিমা� মনের জ্বালা যন্ত্রণা যে বিষবানের মত ছুড়� মারত�, তা দিয়� সেসময়ের বাল্যবিধবাদে� জীবনের কষ্ট ধারণ� কর� যায়� বাকি চরিত্র গুলো সমাজের আর দশটা মানুষে� মতোই� তব� অলকে� কিছু টা ভিন্ন।

গল্পের শেষে বসনে� প্রাণে� গভীরে যে পুরুষে� স্থা�, যায় জন্য সে নিজে� অজান্তেই জায়গা তৈরি কর� রেখেছে মন�, সে� পুরুষে� পায়ের আওয়াজ� ঘরের হ্� হ্� কর� যন্ত্রণা থেমে যায়� পিসিমা যে� শে� পর্যন্� পেলে� যা তিনি আগের জনমে হারিয়েছিলেন�
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Karin Ashraf.
10 reviews3 followers
February 14, 2022
আম� এর আগ� শীর্ষেন্দু� কিছু পড়িনি, এটাই প্রথম।
বইয়ের শুরুটা বে� ভালো ছিল। কিন্তু শেষট� এত� আকস্মি� যে আম� প্রথমে ভাবলাম আমার ইবুক� কো� সমস্যা� একদিনে একটা বই শে� করার দুর্লভ অভিজ্ঞতা হল অনেক দি� পরে।
তব� বইটা তেমন ভালো না� উনার স্টোরিটেলি� এর গত� আছ� বলাই বাহুল্�; কিন্তু চরিত্রগুলো মন� হয়েছে পলিশ কর� উচিত ছি� আরো।
শীর্ষেন্দু সম্ভবত চেয়েছেন ফেমিনিজম অ্যাটেম্পট করতে� তি� জেনারেশনের তিনজ�, মা মেয়� আর মায়ের বিধব� পিসিশ্বাশুড়ি। পিসি� জীবন� শুধু এক� ভর� গয়ন� ছাড়� আর কিছু ছি� না� আজীবন সে বিধব� হয়ে একটা ঘর� বন্দী হয়ে থাকে� এই গয়ন� সে দিয়� যায় উপন্যাসে� মাকে� আর ভূ� হয়ে এস� সে মাঝে মাঝে� খব� নিতে আস� গয়নার� অন্যদিকে, মা খুবই স্বামীপরায়ণ, লক্ষ্মী আর চালাক। পর� যখ� মেয়� বসনে� জন্ম হয�, তখ� যে� পিসি� বস� হয়ে জন্ম নেয়� কারণ এরপর থেকে আর কখনো পিসিমা� ভূ� আস� না�
বস� টিনেজা�, আর আমার ধারণ� লেখক টিনে� কো� মেয়ের মনস্তত্ত্ব হয� বিশ্লেষণ করেননি, নাহয� সেদিকে মনোযোগ দেননি। বস� খুবই স্টেরিওটিপিক্যাল "Not like other girls"� সে� পর� পিসি� গয়নার অধিকারী হয়। কিন্তু তা� এর প্রত� কো� আগ্রহই থাকে না! হয়ত� লেখক দেখিয়েছেন পিসিমা� জীবন গয়নাতেই সীমাবদ্ধ ছি�, কিন্তু বস� পড়ালেখা কর�, ভিডি� গে� খেলে, স্কুটি চালায়! কিন্তু বইটা শুধু পর্যবেক্ষণেই থেমে গে�, চরিত্রগুলো� ডেপথ� আর� এক্সপ্লো� কর� না� তা� একটু হতাশ হলাম আরকি�
rating: 3/5
Profile Image for Nasrin Shila.
261 reviews83 followers
July 21, 2019
মুভিটা দেখেছিলা� অনেক আগে। শেষে� দিকে হযবর� কর� ফেলেছি�, তখ� থেকে� ভাবছিলাম বইটা পড়ব� বইটা সুন্দর তব� সবকিছু� যে� খু� সহজে� হয়ে গেল। ব্যবসা শুরু কর�, লা� হল, আরেকটা দোকা� নি�, শ্বশুর-শ্বাশুড়� সবাই সবকিছু অত� সহজে� মেনে নি�, ব্যবসা� তরতর কর� চল�, একেবার� ছবির মত সাজানো সংসা�! মন� হচ্ছিল সবকিছু খু� দ্রু� হচ্ছ�, এই গল্প নিয়� আর� বিশা� উপন্যা� লেখা যেত। সবচেয়� অদ্ভুত লেগেছে, যে গয়ন� নিয়� বড� জা এত কাহিনী কর�, সে জা কে সোমলতা কখ� গয়নার কথ� বল�, কি বল�, সে কে� এত সহজে মেনে নি�, কিছু� বোঝা গে� না! হঠাৎ একদি� তা� সামন� বাক্� খুলে বসনক� গয়ন� দেখানো শুরু কর�, অদ্ভুত! সবচেয়� ভালো লেগেছে মেয়েদের অবস্থা� পরিবর্তন দেখত�, মাত্� এক জেনারেশনের পার্থক্য� রসময়ী আর বসনে� জীবন� আকাশ-পাতা� তফাৎ!
মুভিতে যদ্দুর মন� পড়ে, সোমলতা দোকা� করেছিল পিসি� গয়ন� বন্দ� দিয়�, পর� সেটা ছাড়িয়ে আন�, শেষে বসনও গয়ন� দা� কর�, অর্থাৎ গয়নার আর� ভূমিকা ছিল। কিন্তু বইতে বাক্সে� গয়নার কো� ভূমিকা� না�! নি� আর লুকিয়� রেখে দি�!
Profile Image for Tasfiya Fimi ☾ ( Hiatus For Exam ).
79 reviews6 followers
March 13, 2025
ছোটবেলায� সংগী� বাংলায� গয়নার বাক্সে� ট্��েইলা� বা কিছু একটা দেখেছিলাম। অন্য কিছু মন� না থাকলেও বুড়� ভূতটার কথ� ভুলিনি� হয়ত� সে� স্মৃতিচারণ করতে� বইটা পড়া� ৮৭ পৃষ্ঠা� ছোট্� একটা বই� রিডারস ব্লক� থাকল� � বই পড়ত� পারেন। লাইট একটা গল্প� সোমলতা� পিসশ্বাশুড়ী� ভূ� এব� তা� গয়নার বাক্সক� ঘিরে যত কাহিনী� পড়ে বে� মজ� লেগেছে� সোমলতা চরিত্রটা খুবই ভালো লেগেছে, এতটা ভালো লাগব� আশ� করিনি। পি� শ্বাশুড়ী� চরিত্র নিয়� আলাদ� কিছু বলতে হব� বল� মন� কর� না� বাকি চরিত্রগুলো মোটামুটি ছিল।তব� বসনক� আমার তেমন ভালো লাগেনি।সোমলতার গল্প� বারবার তা� উপস্থিতিতে খে� হারিয়� ফেলছিলাম� শেষে অবশ্� বসনে� এতbবর্ণনা� গুরুত্� উপলব্ধ� করতে পেরেছিলাম।কিন্তু বসনে� গল্প যখ� এতদূ� বলাই হল�, তখ� সমাপ্ত� কে� ঠিকঠাক দেয়� হল� না ? সমাপ্তির সময়� লেখকরা কে� এত নির্দয� হয়ে যা� বুঝিনা।কিন্ত� সব মিলিয়� পড়ত� ভালো� লেগেছে� অনেক জায়গায় শুনলাম লেখকের অন্য একটা বই 'রাসমনি� সোনাদানা'-� সাথে নাকি এই গল্পের প্রায়
পুরোটা� মি� � আম� তো পড়িনি তা� বুঝছ� না� যারা পড়েছে�,দেখত� পারেন।
Profile Image for Raka Bhattacharya.
12 reviews
February 7, 2024
খু� ছোটবেল� থেকে� বই পড়া� সুবাদে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা পড়া� সুযো� হয়েছে� সগর্বে বলতে পারি, সিনেমাটি তৈরী� অনেক আগেই উক্ত বইটি প্রায় দু� থেকে তিনবার পড়ে ফেলেছি� টাইম পিরিয়� নিয়� লেখা বইটা আমার বরাবরে� প্রিয়� এখান� দেশভাগ, স্মৃতিচারণ, জীবনের ওঠ� পড়া, পিসি ঠাকুরম�, এব� ভূত। সবটা� বিশে� উল্লেখ্য� ১০� কোটি গয়নার বাক্সটিক� ঘিরে� সমগ্� উপন্যাস।
Profile Image for Zarin Tasnim.
22 reviews
January 16, 2024
শীর্ষেন্দু� লেখা গয়নার বাক্� উপন্যাসট� � টি প্রজন্মক� সাজিয়� লিখা হয়েছে।পিসিম� রাসময়ী,সোমলতা আর বসন।সোমলতা হচ্ছ� নিচু বংশে� পরিবারের মেয়ে।তা� স্বামী ছিলে� বনেদ� পরিবারের ছেলে।লোক দেখানো বাহাদুরি ছিলো তাদে� শুধু।বংশের সক� পুরু� ছিলো অল� প্রকৃতির।কেউ নিজে খেটে খেতে রাজি নন।নিজেদের পূর্� পুরুষে� জম� স্বর্ণ গয়ন� বিক্রি কর� সংসা� চালাতো� সোমলতা� শাশুড়� ছিলে� খু� শান্� প্রকৃতির,আর সবসম� তিনি লতার সক� কাজে সাথে থাকতেন।এ� নিচু বংশে� মেয়� লত� এসেই বনেদ� বংশে� পুরুষদের করেছ� পরিশ্রমী।নিজের স্বামী চকোরকে ব্যবসায় বসিয়েছেন।সবসময় নিজে ঢা� হয়ে পাশে ছিলেন।কিন্তু পরিবারের অন্য পুরুষর� সেটা� সম্মতি না দিলে� পর� তারা� নিজেরা খেটে আয� করতে শুরু করে।

তাহল� তো প্রশ্ন উঠ� গয়নার বাক্� আস� কোথা থেকে এখান�?এই গয়নার বাক্� ছিলো তাদে� পিসিমার।সেসময়ের ১০� ভর� স্বর্ণ ছিলো এই বাক্সে।পিসিম� � বছ� বয়স� বিধব� হয়ে এই বাড়িত� উঠ� আসেন।তাক� এই বাড়িত� রাখা হয� শুধুমাত্� তা� স্বর্ণের উপ� লোভে� কারণে।যেনো মারা গেলে� সব স্বর্ণ তারা বণ্ট� করতে পারে।কিন্ত� স্বর্ণের লো� কি কে� এত সহজে ছাড়�?পিসিমা মারা যাওয়া� পর� তা� গয়নার বাক্� এর নজরদার� করতেন।আর এই বাক্� সামলানোর দায়িত্ব পর� লতার উপর।তিনি জীবি� তে� দাজ্জালে� মত ছিলে� আর মৃত্যু� পর ভু� হয়ে লতার উপ� কম অত্যাচার করতে� না�
বস� হল� লতার মেয়ে।বসনে� সময়কা� ঘটনা পড়ল� বুঝা যায় কিভাবে সমাজ আস্ত� আস্ত� পরিবর্তন হয়ে মেয়েদের জন্য সহ� হয়ে যায়।মেয়েরা তখ� আগের থেকে সবকিছুতে এগিয়ে।আ� বসনে� মধ্য� তারা সকলে নিজেদে� পিসিমা কে খুঁজ� পেতো।লতা ভাবত� পিসিমা� আবার পুনর্জন্� হয়েছে বস� হয়ে।তবে এই গয়নার বাক্সে� কি হয়।পিসিমা কি সারাজীবন এর নজরদার� কর� গিয়েছেন?ভু� হয়ে অত্যাচার কর� গিয়েছেন খালি লতাক�?শেষট� জানত� হল� বইটি পড়ে দেখত� পারেন। পা� প্রতিক্রিয়া:এই গল্প কিছুটা ভৌতি� আবার সে সময়ের সমাজের কথাও তু� ধরে।দূরবী� উপন্যাসে� মত এই উপন্যাসে� লেখক প্যারালা� � উপন্যাসট� সাজান।শেষট� খু� সুন্দর ছিলো।কিন্ত� বসনে� কাহিনীটা না আনলে� ভালো হতো।হয়ত� লেখক বসনে� কাহিনী বল� তখনকার সময়� মেয়েদের সমাজের পরিবর্তনের কথ� বুঝাতে চেয়েছিলেন আর পিসিমা� পুনর্জন্� তা� মধ্যেই হয� সেটি বুঝাতে চেয়েছিলেন�
7 reviews
February 18, 2023
আমার পড়া সবচেয়� ফালত� উপন্যাসগুলোর মধ্য� একটা হল গয়নার বাক্স।লেখক মহাশয় বোধহয় চেষ্টা করেছেন নারীবাদী হওয়ার,তা করতে গিয়� উলটো নারীকে অসম্মা� কর� ফেলেছেন।
এই উপন্যাসে� ৩ট� প্রধান নারী চরিত্র রসময়ী,সোমলতা আর বসন।এদের মধ্য� সবচেয়� ডাইমেনশনহী� চরিত্র হল বসন।কে� তা বলি।গল্পের প্রথমে দেখা যায় রসময়ী নিতান্তই তিক্� এক বিধব�,যিনি তা� গয়নার বাক্সক� পুঁজ� কর� সংসারে টিকে আছেন।তার মৃত্যু� পর সে� গয়নাক� পরিবারের অকর্মন্য পুরুষদের হা� থেকে রক্ষ� করতে তিনি এর ভা� চাপিয়� যা� সোমলতা� উপর।সোমলতা যদিও অত্যন্� যোগ্� একজন নারী,তা� মনোভাব পুরুষতান্ত্রিক সমাজের এক দুর্ভাগ্যজনক ফসল।তা� স্বামী পরকীয়� করলে� সে বল� "তাকে ভালবাস� কারণ না বেসে পারি না,আম� সতী� সহ্য করতে পারব" ইত্যাদি।
এইটুকু পড়ে মন� হয� যে দুইজ� � টিপিকা� মহিলা।একজন গয়ন� নিয়� অবসেসড আরেকজন পতিপ্রেম� পাগল।এ� পর্যায়ে লেখক আমাদের 'নট লাইক আদার গার্লস' চরিত্র বসনক� নিয়� আসেন।স� তা� মেয়ের মত স্বামীকে ঘিরে জীবন গড়ে তুলত� রাজি না(আসলে তাকে একজন রিজেক্� করেছ� সে� অপমা� সহ্য হয়ন�) আবার তা� দাদি� মত সে গয়ন� নিয়েও আগ্রহী না।এমনকি,তা� গয়ন� দেখল� 'গা ঘি� ঘি� কর�'�
কি বুঝলাম এই উপন্যা� পড়ে তাহল�?যেসব মেয়� স্কুটি চালায়,ভিডি� গেমস খেলে আর ছেলেদে� অপছন্দ কর� তারা হচ্ছ� কুল।আর লেখকের মত� যেসক� স্টেরিওটিপিকাল নারী আছেন (মানে যারা স্বামী� জন্য� সব কর�,গয়ন� জামাকাপড� ইত্যাদ� নিয়� ব্যস্ত থাকে) তারা একদম হাস্যক�,তাদে� জীবনটা কী দুঃখের!
পুরুষতান্ত্রিক মনমানসিকতা নিয়ের নারীবাদী উপন্যা� রচনা করলে যা হয� তা� গয়নার বাক্সে হয়েছে।২ স্টা� রেটি� দিলা� কারণ লেখায় ফ্লো আছ�,এছাড়া একদম অখাদ্য বই�
Profile Image for Kinshuk Majumder.
205 reviews7 followers
June 11, 2024
"গয়নার বাক্�" - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

তথাকথি� বনেদ� পরিবার� বিয়� হয� সোমলতার। কিন্তু এই যৌ� পরিবারের আর্থিক অবস্থা শোচনীয়� সোমলতা� স্বামী চকোর মিত্� চৌধুরী শিক্ষি� হলেও কর্মবিমুখ। বাল্� বিধব� পিসীশাশুড়� রসময়ী পরিবারের সর্বময� কত্রী� এই পিসীশাশুড়িই মৃত্যু� আগ� সোমলতাকে দিয়� যা� তাঁর একশো ভর� সোনা� গয়নার বাক্স। সোমলতা ধীরে ধীরে পরিবারের হা� ধরেন� বাড়ির অমতে গিয়� নিজে� গয়ন� বিক্রী কর� একটা শাড়ির দোকা� ‌দেন� সোমলতা� স্বামী সে� দোকা� চালা�, শুরুতে অসুবিধ� হলেও পর� অভ্যস্� হয়ে যান। সোমলতা� শ্বশুর মশাই প্রথমে বিরোধীতা করলে� পর� মেনে নে� � ব্যবসায় সাহায্যও করেন।� পর� সোমলতা তা� ভাসুরক� � একটি গ্ৰামোফো� � টে� রেকর্ডারের দোকা� করতে সাহায্� করেন� ইতিমধ্যে সোমলতা� একটি মেয়� হয�, না� রাখা হয� বস�, সে হয়ে ওঠ� পরিবারের সবচেয়� আদরে� মেয়ে। নানা� ছো� ছো� ঘটনায় এগিয়ে চলেছ� গল্পটি� এক মধ্যবিত্� পরিবারের দিনলিপ� উঠ� এসেছ� এই উপন্যাসটিতে।
Profile Image for Fariha Tuj Jerin.
10 reviews
August 14, 2021
হাস্যরসে� মাঝে নারী� গুরুত্� উপলব্ধ� করার বিষয়ট� "গয়নার বাক্�"- � প্রকাশ পেয়েছে। একজন বুদ্ধিমত� নারী নিজে� আত্মবিশ্বা� এব� দৃষ্টিভঙ্গির মাধ্যম� বর্তমানে� বিলুপ্তপ্রায� জমিদার বংশে� হা� ধরেন� পরিশ্রমে� মাধ্যম� তাঁর� আবার ভালো অবস্থানে ফিরে আসেন� অপরদিক� দেখানো হয� "বস�" নামে� এক চরিত্রকে, যে জীবন� একজন পুরুষে� প্রত্যাখ্যান পেয়� তথাকথি� প্রে�, ঘর-সংসারে বিশ্বা� কর� না� একাকীত্� যে অভিশাপ নয�, এক� থেকে� ভালো থাকা যায়, তা� প্রমাণ এই মেয়েটি। তব� আমার মন� হয�, এখান� বসনক� আর� গুরুত্বে� সাথে দেখানো যেত।

তব� সার্বিকভাব�, সম্মানিত লেখকের অত� সুন্দর একটি উপন্যা� এটি। তৎকালী� সমাজ� নারী স্বাধীনতার পরিচায়ক�
31 reviews
January 3, 2023
ছো� পরিসরে� মধ্য� দারু� একটা বই� খানিকট� রহস্� � ভৌতি� ছা� থাকলেও বইটা আসলে এক জমিদার পরিবারের তি� প্রজন্মে� নারী� জীবনচিত্র। বালবিধবা রসময়ী� হাহাকা� � একাকীত্বে� যন্ত্রণা, সোমলতা� সংগ্রা� � ঘুরে দাঁড়ানো এব� বসনে� আধুনিক স্বাচ্ছন্দ্যময� জীবন যেখানে সে না চাইতেও সব পেয়� যায়� গয়নার বাক্সট� দিয়� লেখক সোমলতা� যাত্রাটা দেখালে� এখান� বাক্সট� মূলত রসময়ী আর বসনে� মধ্য� সংযোগে� কাজট� করেছে। কতটা বিপরী� তাদে� জীবন! সঙ্গী, গয়ন�, জীবন, একাকীত্� ইত্যাদ� নিয়� কতটা ভিন্� তাদে� চিন্তাভাবন�! যাহো�, এবার মুভিটা দেখত� হবে।
Profile Image for দেবাশীষ দেব.
68 reviews5 followers
April 20, 2024
তি� প্রজননের তিনজ� নারী� জীবন নিয়� উপন্যাস। সুখপাঠ্য� গতপরশু অর্ধেক পর� রেখেছিলাম। মাঝরাত� ঘু� ভেঙ্গে গেলো, পড়ত� বসলাম। পুরু� আর নারী� চিন্তাভাবন� সম্পূর্ণ ভিন্� হয়তো। আমার জীবন� আম� কারে পেলে সুখী হতাম ভাবি, পতিপরায়� সোমলতা নাকি আধুনিক� বস�?

বসনে� একটা কথ� খু� মন� ধর� গেলো: বহ� জন্ম আগ� আমিও হয়ত ছিলা� এক গুহা-মানবী� পাথর ছুঁড়ে শিকা� করতা�, আগুন� ঝলসে খেয়� নিতা� মাংস, পাহাড়-জঙ্গলে ইচ্ছেমতো ঘুরে বেড়াতাম� বন্ধনহী� জীবন�

� তারক� দিলা�, কেনো? জানিনা� হয়তোব� ভোরে� বাতাসে� মিষ্টতায� কিংব� দুইজ� ব্যর্থ প্রেমিকে� মাঝে কাউক� খুজে� পাওয়ায়? কি জানি�
Displaying 1 - 30 of 56 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.